ওকি গাড়িয়াল ভাই
কত র’বো আমি পন্থের দিকে চাইয়া রে?
ওকি গাড়িয়াল ভাই
কত র’বো আমি পন্থের দিকে চাইয়া রে?
যেদিন গাড়িয়াল উজান যায়
নারীর মন মোর ছুইরা রয় রে
যেদিন গাড়িয়াল উজান যায়
নারীর মন মোর ছুইরা রয় রে
ওকি গাড়িয়াল ভাই
হাঁকাও গাড়ি তুই চিলমারীর বন্দরে রে
আর কি ক’বো দুস্কেরও জ্বালা, গাড়িয়াল ভাই
গাঁথিয়াছি কহনমালা রে
ওকি গাড়িয়াল ভাই
কত কাঁদি মুই নিথুয়া পাথারে রেওকি গাড়িয়াল ভাই
কত র’বো আমি পন্থের দিকে চাইয়া রে?ওকি গাড়িয়াল ভাই
কত র’বো আমি পন্থের দিকে চাইয়া রে?
