March 20, 2023
চ্যাংরা বন্ধু রসিয়া রাজবংশী ভাওয়াইয়া গানের লিরিক্স

বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া ভাওয়াইয়া গানের বাংলা লিরিক্স /Bondhu amar rosiya song’s lyrics

বন্ধু আমার রসিয়া

খাটের উপর বসিয়া

একখানা গান বানাইছে

হায়রে বন্ধু আমার রসিয়া

খাটের উপর বসিয়া

একখানা গান বানাইছে

দোতারা বাজাইয়া

মানুষের মন মজাইয়া

গলা ছাইড়া গান ধইরাছে

হায় বন্ধু আমার রসিয়া

খাটের উপর বসিয়া

একখানা গান বানাইছে

ঝিলিক মিলিক পিরান পইড়া

এদিক সেদিক চায়

ফাঁকে ঝোঁকে সে আবার

প্রেমের কথা কয়

মুখেতে পান পুরিয়া

ঠোঁট লাল করিয়া

আমারি মন ভুলাইছে

হায় বন্ধু আমার রসিয়া

খাটের উপর বসিয়া

একখানা গান বানাইছে

হায় বন্ধু আমার রসিয়া

খাটের উপর বসিয়া

একখানা গান বানাইছে

ফটর ফটর কথা কইয়া

গতর ঝাড়া দেয়

পাড়াপড়শির ঘুম ভাঙে

তার ঝগড়ায়

পায়ের নূপুর বান্দিয়া

নাচে কোমর দুলাইয়া

পিরিতিরই আসর জমাইছে

বন্ধু আমার রসিয়া

খাটের উপর বসিয়া

একখানা গান বানাইছে

দোতারা বাজাইয়া

মানুষের মন মজাইয়া

গলা ছাইড়া গান ধইরাছে

হায় বন্ধু আমার রসিয়া

খাটের উপর বসিয়া

একখানা গান বানাইছে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *