April 19, 2024
Biyani O Biyani Song Lyrics

Biyani O Biyani Lyrics in Bengali – Biyani O Biyani Song Lyrics – Behai Behani Song

Title: Biyani O Biyani

Singer: Gopaal Brahmachaaree, Subhadra Brahmachaaree

Music: Gopaal Brahmachaaree

Lyrics: Gopaal Brahmachaaree

ও হো ভগবান, অনেক দিন পর
অনেক আশা করিয়া
জামাই বাড়ী যাবার ঘাটা ধরিনু
বাড়ি বগলত আশিয়া শুনুং
জামাই বাড়ীটা এই জায়গায় নাই
নারইয়া অন্য জায়গায় নিয়া গিছে
রাস্তাটা ত মোর জানা নাই
তোমার ক আর কুবা পারবানান
যাক, এখন থাকি একটা ডাক দি
বিয়ানি ও বিয়ানি
তোমারা কায়
ও বিয়াই, বেটিক ত কাজকর্ম কিছুই
সিখির পারনাই
আজ হামার বাড়ি সাকই খাবার আসিছেন
কোন লজ্জাতে আজ হামার বাড়ি আসিলেন
তোমার কি লজ্জা সরম নাই
ও , জামাই বাড়ী কি লজ্জা সরম বেপার আছে
কোন আকেলে অমন কথা কহিলেন
তোমার কি কোনো আকেল গিয়ান নাই
ও মোর বিয়াই, বিয়াই রে
কোন লজ্জাতে আসলেন আজি
হামার বাড়িতে (২)
ও মোর বিয়ানি , বিয়ানি গে
(কোন আকেলে এমন কথা
কহিলেন গে মোর আগে)×২
ও মোর বিয়াই রে, ওরে বিয়াই
তোমার বেটি এমন চলন
সদায় ও মোক দেখায় গরম
কথা কহিলেন ফরফরায়
মারে যদি মোকে খায়
আগে সামটেবা মোকে কয়
ভাত আনদিতে মাথা বিষায়
(এমন বৌও যে ওরে বিয়াই
পানুংযে ভাগ্যতে) ×২
ও মোর বিয়াই, বিয়াই রে
(কোন লজ্জাতে আসলেন আজি
হামার বাড়িতে)×২
ও, যত দোষ তাহলে বৌওয়েরে
আর তমার বেটা একদম ধোঁয়া তুলসৈ পাতা
ও মোর বিয়ানি গে বিয়ানি
ওরে তোমার বেটা এমন ভালো
যুয়া খেলাবা পারে ভালো
মত পাইলে খুবেই খায়
বাড়ি আসিয়া বৌও ক ডাংগায়
কাজের বেলায় কিছুই নাই
আড্ডা মারে দোকানে ও ভাই
(টাকা ফুরালে হামার বাড়ি
দৌড়ি যায় কেনে) × ২
ও মোর বিয়ানি , বিয়ানি গে
(কোন আকেলে এমন কথা
কহিলেন গে মোর আগে)×২
ও মোর বিয়াই রে, ওরে বিয়াই
সিনেমা দেখার কথা কহিলে
দৌড়ি যায়া সাজি ধরে
কি মাখে আর সন মাখে
আয়না দিয়া দেহা দেখে
(এখান কাপড়ও ওরে বিয়াই
প্রছন্দ যে না পরে) ×২
ও মোর বিয়াই, বিয়াই রে
(কোন লজ্জাতে আসলেন আজি
হামার বাড়িতে)×২
ও মোর বিয়ানি গে, বিয়ানি
জামাই বসানু ভালো দিখিয়া
রিডিও, সাইকেল, ঘুরি দিয়া
ছাপার খাট ভাই সেট দিখিয়া
জমি বিচিয়া করিনু শেষ
দশ হাজার ভাই নগত কেশ
(সবকিছু যে ও বিহানি
বেঁচে য়া খাইছে সেষে) ×২
ও মোর বিয়ানি , বিয়ানি গে
(কোন আকেলে এমন কথা
কহিলেন গে মোর আগে)×২
ও মোর বিয়াই রে, ওরে বিয়াই
মোর কপালে ছিল লেখা
কলিযুগের এটাই হাওয়া
বৌ না যে কোনো কোওয়া
সমঝোতায় করছি ভুল
চিন্তা করি না পাই কুল
(কাটা কাটি ঝগড়া ঝাটি
কেনে বা করি দুজনে)×২
ও মোর বিয়াই, বিয়াই রে
(কোন লজ্জাতে আসলেন আজি
হামার বাড়িতে )×২
ও যুক্তিতে তখন পাড়া যাবেনা
তখন ভাগ্যের দোষ, কপালের দোষ
যূগের দোষ, সমাজের দোষ
নানান দোষ হয় আর কি
ও মোর বিয়ানি গে, বিয়ানি
ওরে এতক্ষণ বুঝলেন ভালো
মনটা কেন করলেন কালো
কয়বা দিন আর বাঁচবেন ভাই
মনত হামার কিছুই নাই
তোমার ভাইরে না হন গসা
থেকে যেন মেলা মেশা
(যাতায়াতের পথটা যেন
থাকে ভাই চিরদিনে)×৫