April 21, 2024
আগা নাওয়ে ডুবো ডুবো

আগা নাওয়ে ডুবো ডুবো গানের লিরিক্স

(ওরে) আগা নাওয়ে ডুবো ডুবো

পাছা নাওয়ে বইসো

ঢোঙায় ঢোঙায় ছ্যাকোঙ জল রে

(ও কন্যা) পাছা নাওয়ে বইসো

ঢোঙায় ঢোঙায় ছ্যাকোঙ জল রে।।

(ওরে) জল ছেঁকিতে জল ছেঁকিতে

সেঁউতির ছিড়িল দড়ি

গলার হার খসেয়া কন্যা হে

(ও কন্যা) সেঁউতিত লাগাইম দড়ি

গলার হার খসেয়া কন্যা হে।।

(ওরে) তোক সে বলোঙ ছাওয়াল কানাই

তোর সে ভাঙা নাও

ভাঙা নাওয়ের খেওয়া দিয়া হে

ও তুমি কেমন মজা পাও

ভাঙা নাওয়ের খেওয়া দিয়া হে।।

(ওরে) ভাঙাও নোয়ায় ছেঁড়াও নোয়ায়

সোনা-রূপায় গড়া

রাজার হস্তীক পার করিছোং রে

(ও কন্যা) তোর বা কত ভাড়া

রাজার হস্তীক পার করিছোং রে।।

(ওরে) এক সুন্দরীক্ পার করিতে

নিছোঙ আনা আনা

তোক সুন্দরীক পার করিয়া রে

(ও কন্যা) খসাইম কানের সোনা

তোক সুন্দরীক পার করিয়া রে।।

(ওরে) সোনাও খসাইম রূপাও খসাইম

খসাইম কানের সোনা

ভরা গাঙের খেওয়া দিয়া রে

ও কন্যা শরীল হইল্ মোর কালা

ভরা গাঙের খেওয়া দিয়া রে।।

গানের নাম : আগা নাওয়ে ডুবো ডুবো

ধারা : ভাওয়াইয়া / রাজবংশী

প্রথম রেকর্ডিং : ১৯৩৯

রেকর্ড # এইচ.এম.ভি – এন ১৭৩৩২

কথা : প্রচলিত

সুর ও শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ